শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩
সড়ক দুর্ঘটনায় নিহত আতিকুল ইসলাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আতিকুল ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আতিকুল উপজেলা সদর ইউনিয়নের মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে কর্ডোভা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের মামা রিপন মিয়া জানান, একুশের প্রথম প্রহরে আতিকুল তার বন্ধুদের সঙ্গে উপজেলা চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জানায়। সোমবার দিনগত রাত ১টার দিকে সাব্বির নামের নামে এক বন্ধুসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিল সে। পথে উপজেলার ইছাখালী এলাকায় গাজী সেতুর পশ্চিমপাড়ে টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ মোটরসাইকেলটি পড়ে যায়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

রিপন মিয়া আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে আতিক মারা যায়। তার বন্ধু সাব্বিরকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জাগো নিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত আতিকুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।