লক্ষ্মীপুরে হত্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

সাংবাদিক জাকির হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।

পরে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে ওই মামলা প্রত্যাহার করার দাবিতে সাংবাদিকদের সই করা স্মারকলিপি দেওয়া হয়।

এসময় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে মানববন্ধনে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক আবদুল মালেক, এম এ মজিদ, এমআর সুমন ও খালেদ মাহমুদ ফারুকসহ অনেকেই বক্তব্য রাখেন।

আরও পড়ুন: মামলা প্রত্যাহারের দাবিতে জবিতে মানববন্ধন 

বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সাংবাদিক জাকির হোসেনকে হয়রানি করা হচ্ছে। ইউপি নির্বাচনের সময় তিনি অন্যস্থানে দায়িত্ব পালন করলেও তাকে যুবলীগ নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি করা হয়। সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

২০২১ সালের ২৮ নভেম্বর রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর ভোটকেন্দ্রে সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতার বোন বাদী হয়ে ২২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলার প্রধান আসামি মাসুদকে পরদিন গ্রেফতার করে। গ্রেফতারের ১৪ দিন পর মাসুদ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মাসুদের স্ত্রী বাদী হয়ে সাংবাদিক জাকির হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।