শিক্ষা সফরে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেলো মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে চাঁদপুরে শিক্ষা সফরে গিয়ে মেঘনা নদীতে ডুবে তামিম হোসেন (৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার শহর আলী মোড় এলাকার কাটাখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুরের হাইমচর কোস্টগার্ড স্টেশন কমান্ডার (এসআই) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। এজন্য মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।

তামিম রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া মেঘনাবাজার এলাকার হাজি আবদুল আউয়াল কওমী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। সে একই এলাকার সর্দার বাড়ির রতন সর্দারের ছেলে।

পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাদরাসা থেকে উত্তর হামছাদী ইউনিয়নের মেঘনা নদীর আজগর সর্দারের চরে শিক্ষা সফরে যায়। বিকেল তিনটার দিকে সবার সঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে তামিম নদীতে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সবাই বাড়ি ফিরে আসে। পরে তামিমের বাবা স্থানীয় পুলিশ ও কোস্টগার্ডকে ঘটনাটি জানান।

মাদরাসা কর্তৃপক্ষকে নিয়ে পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। বুধবার দুপুরে হাইমচরের শহর আলী মোড়ে কাটাখালী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা মরদেহ উদ্ধার করে।

নিহত তামিমের বাবা রতন সর্দার বলেন, আমাদের খামখেয়ালিপনার কারণের তামিমের মৃত্যু হয়েছে। তাকে যেতে দেওয়া উচিত হয়নি। এটি আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। কোস্টগার্ড মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

কাজল কায়েস/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।