খাবারের সন্ধানে লোকালয়ে আসা গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, অসুস্থ অবস্থায় প্রাণীটি লোকালয়ে চলে এলে বাগে পেয়ে এলাকাবাসী সেটিকে পিটিয়ে মারে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের রোমন মিয়ার বাড়ির পাশে গন্ধগোকুলটিকে পিটিয়ে মারা হয়। এরপর সেটিকে মাটিতে পুতে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেংরা ইউনিয়নে দুটি চা বাগান রয়েছে। কোনো একটি বাগান থেকে খাদ্যের সন্ধানে অসুস্থ অবস্থায় লোকালয়ে চলে এলে এলাকাবাসী আতঙ্কিত হয়ে প্রাণিটিকে পিটিয়ে হত্যা করে।

রাজনগরের পরিবেশকর্মী মুরাদ আহমদ জাগো নিউজকে বলেন, এলাকাবাসী না জেনে গন্ধগোকুলটিকে মেরে ফেলেছে। পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটিকে মারা উচিত হয়নি। এ বিষয়ে বন বিভাগের সচেতনতামূলক প্রচার চালানো উচিত।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দেখবো।

আব্দুল আজিজ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।