পিরোজপুরে মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

পিরোজপুরে মাদক মামলায় মো. শহীদ হাওলাদার (৪৬) নামের এক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় প্রদীপ আইচ (৪০) নামের অপর এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. শহীদ হাওলাদার পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর গ্রামের মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে। প্রদীপ আইচ পিরোজপুর পৌরসভার খুমুরিয়া এলাকার মৃত অনিল কুমার আইচের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জাগো নিউজকে জানান, ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর সকালে পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর গ্রামের মো. শহীদ হাওলাদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই অভিযানে শহীদের সহযোগী প্রদীপ আইচের কাছ থেকে তিন বোতল ফেনসিডিল করে তাদের আটক করা হয়। পরে ওইদিন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দীন সদর থানায় একটি মাদক মামলা করেন।

এ ঘটনায় ২০১৭ সালের ২৪ অক্টোবর পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আমিন সিকদার আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।