সোনারগাঁয়ে দুই যুবকের কাছে মিললো ১৯৩ চোরাই মোবাইল ফোন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মোবাইল চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৩টি চোরাই মোবাইল ফোন, ২০টি মোবাইলের ব্যাটারি এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা উদ্ধার করা হয়।

jagonews24

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের ছেংগারচরের হাজীপুর এলাকার মো. ছানা উল্লাহর ছেলে মো. জুয়েল (২৯) ও মান্দারতলী এলাকার মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে মোক্তার হোসেন (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতার আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এসব মোবাইল ফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্পমূল্যে কিনে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।