রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে ইজাবুল হক রাব্বি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে শহরের ফরেস্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ইজাবুল হক রাব্বি শহরের কাটাপাহাড় এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে শহরের ফরেস্ট রোডের কবরস্থানের সামনে রাব্বির মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য রাঙ্গামাটির জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, গতকাল দুপুর ২টার দিকে ঘর থেকে বের হয়েছিলে রাব্বি। এরপর আর ফেরেননি। মাদক সংশ্লিষ্ট কোনো কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।