নতুন প্রজন্ম সাম্প্রদায়িকতা নিয়ে ভাবে না: পীযূষ বন্দ্যোপাধ্যায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়

মুক্তিযুদ্ধে পাকিস্তান রাষ্ট্র ছিল সাম্প্রদায়িক আর সমাজ ছিল অসাম্প্রদায়িক। এখন রাষ্ট্র অসাম্প্রদায়িক তবে সমাজটা বোধহয় সাম্প্রদায়িক হয়ে গেছে। তবে নতুন প্রজন্ম সাম্প্রদায়িকতা নিয়ে ভাবে না বলে মনে করেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক ও নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, প্রত্যেকটা জাতীয় সংকটের সময় তারা মুক্তিযোদ্ধা প্রজন্মের পাশে এসে দাঁড়ায়। এটি আমি হাজার বার প্রমাণ করে দিয়ে দেখাতে পারবো। নতুন প্রজন্ম দেখে না কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম। তাই আমাদের ভয় পাওয়ার কিছু নাই।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় পীযুষ বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।

ধর্মান্ধ সাম্প্রদায়িকতাকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ না হলে আমাদের পরাজয় হবে। বাঙালি একটা জায়গায় দুর্বল। আমরা নিজেদের ঐক্যের গুরুত্ব বুঝতে পারি না। আমরা পরশ্রীকাতর হয়ে যাই। পেছন থেকে ছুরি মারার চেষ্টা করি। অন্যকে টেনে নিচে নামাতে চাই। এই কুসংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে।

সম্প্রীতি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রউফের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, মানিকগঞ্জ জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, উপাধ্যক্ষ বদর উদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ উর্মিলা রায়।

বি এম খোরশেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।