শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক তাজুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌনে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১২ পদের বিপরীতে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি রাকিবুল হক রোমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আসিফ হোসেন সেজান এবং লাইব্রেরি সম্পাদক পদে মইনুল ইসলাম অদুদ নির্বাচিত হন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল হক হাওলাদার, অৰ্থ সম্পাদক আবুল কাশেম সরদার, অডিট সম্পাদক জসিমউদ্দিন নির্বাচিত হন।

সদস্য পদে আছেন- আলমগীর হোসেন হাওলাদার, ড. আমিনুল ইসলাম, আবুল কাশেম ফজলুল হক, আতাউর রহমান সোহেল ও শহিদুল ইসলাম সজিব।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।