বাড়ি থেকে বেরিয়ে ফেরেনি স্কুলছাত্রী, ৫ দিনেও মেলেনি সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ফেনীতে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি নবম শ্রেণির এক স্কুলছাত্রী। নিখোঁজের পাঁচ দিনেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় তার পরিবার ফেনী মডেল থানায় অপহরণ মামলা করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাত্রী ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার গ্রামের বাড়ি সোনাগাজী উপজেলায়। স্কুলে যাওয়ার কথা বলে ২৩ ফেব্রুয়ারি ফেনী পৌর শহরের কদলগাজী রোডের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ওই ছাত্রী।

পারিবারিক সূত্র জানায়, আল-আকসা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ইকবাল হোসেন স্বাধীন নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। সেই সুবাদে তারা দুজনে পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইকবাল ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের রাস্তারখিল এলাকার বাসিন্দা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তার খোঁজ চলছে। আশা করছি দ্রুত তাকে খুঁজে পাওয়া যাবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।