ফেনীতে মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ফেনীতে এক মাদক কারবারির ও আরেক জনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরে নাম নিজাম উদ্দিন (৪৭)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মৃত আবুল কালামের ছেলে। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. মোশারফ হোসেন সোহেল (৩৬)। তিনি একই এলাকার গোলাম কবীরের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

মামলার এজাহার সূত্র জানায়, ২০১১ সালের ১০ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় নিজাম উদ্দিন ও মো. মোশারফ হোসেন সোহেলকে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মহিপাল হাইওয়ে থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাঈন উদ্দিন ভূঞা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ফেনী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে একই বছর ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।

মামলার সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন। তিনি যখন আদালতে আত্মসমর্পণ করবেন অথবা গ্রেফতার হবেন তখন থেকে তার সাজা কার্যকর হবে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।