স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, না পেরে কানের দুল ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ফেনীতে এক শিশুকে অপহরণচেষ্টা করেন বোরকা পরিহিত ওই নারী

ফেনী শহরের শিশু নিকেতন কালেক্টরেট স্কুল থেকে এক শিশুকে অপহরণচেষ্টা চালিয়েছেন বোরকা পরিহিত এক নারী। অপহরণ করতে না পেরে তার কানের দুল ছিনতাই করে সটকে পড়েন তিনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুল ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে।

শিশু মিফতাহুল জান্নাত শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা হালিমা বেগম জানান, সকালে স্কুল ছুটি হলে বোরকা পরা এক নারী তার মেয়ের পিছু নেন। ‘তোমার মা আসছে’ বলে প্রধান ফটকের কাছে যেতে বলেন। এসময় শিশুটি তাকে চেনে না বলে যেতে অস্বীকৃতি জানালে ওই নারী তার কানের দুল নিয়ে সটকে পড়েন। এরপর মেয়েটি স্কুলের দারোয়ানকে বিষয়টি জানালে তারা দ্রুত পিছু নিলেও ওই নারীর খোঁজ মেলেনি।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম নুর বলেন, বিষয়টি আমরা অতি গুরুত্বসহকারে নিয়েছি। ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই নারীকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। থানায় অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।