যৌতুক না পেয়ে ৮ মাসের সন্তানকে গাছে ঝুলিয়ে দেন বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
সন্তানকে গাছে ঝুলিয়ে রাখেন হলুদ টি-শার্ট গায়ে মামুন শেখ

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌতুক না পেয়ে প্রথম স্ত্রীর আট মাসের সন্তানকে গাছের সঙ্গে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত মামুন শেখকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মামুন উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

সোমবার সন্ধ্যায় শিশুটির মা কুলসুম বেগম থানায় মামলা করেন। এতে জানা যায়, ১৩ বছর আগে মামুন শেখের সঙ্গে কুলসুমের বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান আছে। যৌতুকের জন্য তাকে বিভিন্ন সময় মামুন নির্যাতন করতেন। এক বছর আগে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন মামুন।

সোমবার দুপুরে যৌতুকের জন্য প্রথম স্ত্রীকে আবার নির্যাতন করতে মামুন। কুলসুম বাবাবাড়ি থেকে টাকা আনতে রাজি না হলে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে আট মাসের সন্তানের পায়ে
রশি বেঁধে ঝুলিয়ে রাখেন এবং মারধরও করেন। এর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

জেলা পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন জাগো নিউজকে বলেন, ‘কীভাবে একজন বাবা এ ধরনের জঘন্যতম কাজ করতে পারেন। আমরা অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছি।’

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, নির্যাতিত নারী বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। অভিযুক্ত মামুনকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।