হাইড্রোলিক হর্ন বাজিয়ে জরিমানা গুনলেন ৩ বাসচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০১ মার্চ ২০২৩
ফাইল ছবি

ফেনীতে হাইড্রোলিক হর্ন বাজানোয় তিন বাসচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে শ্যামলী পরিবহনকে এক হাজার, খাদিজা পরিবহনকে এক হাজার, সিডিএম পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় হাইওয়ে থানার সামনে এ অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল কুমার চাকমা। এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর আহমেদও উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন বলেন, শব্দ দূষণ রোধে বাস মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধ করা হয়েছে। তবু কিছু কিছু বাস-ট্রাকে উচ্চস্বরে হর্ন বাজাতে শোনা যায়। তাই অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।