ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০১ মার্চ ২০২৩

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহ-সভাপতি শুভসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ইনস্টিটিউটের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানিয়েছেন, বুধবার (১ মার্চ) দুপুরে শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সামনে পুকুরপাড়ে ছাত্রলীগের দুই নেতাকর্মীর কথা কাটাকাটি হয়। দু’জনের পক্ষ নেন ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহ-সভাপতি শুভ। এ সময় তারাও বিবাদে জড়িয়ে পড়লে হাতাহাতি হয়।

এক পর্যায়ে মিশু ও শুভর সমর্থকরা জড়ো হলে মারামারি শুরু হয়। এতে মিশু ও শুভ ছাড়াও ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও আর্কিটেকচার দ্বিতীয় পর্বের রেদওয়ান আহমেদ (১৯), মেকানিক্যাল অষ্টম পর্বের শিক্ষার্থী ইমরান হোসেন (২৩), চতুর্থ পর্বের তন্ময় মজুমদার (২০), ষষ্ঠ পর্বের আনোয়ারুল আজিম আরাফাত (২০), সিভিল ষষ্ঠ পর্বের স্বপন (২২) ও সজিব (১৯) আহত হন।

খবর পেয়ে ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ ঘটনাস্থলে যান। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সুপার আক্তারুজ্জামান জানান, শিক্ষকরা সবাই পরীক্ষা নিয়ে ব্যস্ত। এর মধ্যে দুপুরে ছাত্রাবাস সংলগ্ন মুক্তমঞ্চের সামনে দু’পক্ষের ঝগড়ার কথা শোনেন।

ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা জানান, দুই পক্ষের মারামারির সময় তিনি বাসায় ছিলেন। প্রকৃত ঘটনা জানতে দুইজন শিক্ষককে দায়িত্ব দিয়েছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ঘটনা শুনে তিনি পুলিশ পাঠিয়েছেন। তবে মারামারির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।