তামাক শিল্প বাঁচিয়ে রাখতে চাষিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০২ মার্চ ২০২৩
মানববন্ধন করেন তামাক চাষিরা

শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলোর সঙ্গে সম্পৃক্ত লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষার্থে এবং তামাক শিল্প বাঁচিয়ে রাখার দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তামাক চাষিরা। দেশের ৩০টি কোম্পানির সঙ্গে জড়িত কয়েক লাখ কর্মকর্তা-কর্মচারী ও তামাক চাষির রুটি-রুজি রক্ষায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি তোলা হয়।

সমাবেশে বিদেশি মনোপলি ব্যবসা বন্ধ করে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষা, দেশীয় তামাক শিল্প রক্ষায় প্রতিযোগিতা আইনের সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।

এ সময় তামাক চাষিরা বলেন, সরকার শতভাগ দেশীয় কোম্পানির বিনিয়োগ সুরক্ষায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে দুটি মূল্যস্তর সৃষ্টি করে। ২০১৮-১৯ অর্থবছরে দেশীয় কোম্পানির জন্য নিন্মস্ল্যাব সংরক্ষিত রেখে বহুজাতিক কোম্পানির আন্তর্জাতিক ব্র্যান্ডকে মধ্যমমানে উন্নীত করে।

তারা আরও বলেন, বহুজাতিক কোম্পানির দখলে এখন ৯০ শতাংশ সিগারেটের বাজার। সেখানে দেশীয় কোম্পানির জন্য গৃহীত পদক্ষেপ অজানা কারণে বাস্তবায়ন না হওয়ায় শতভাগ দেশীয় তামাক শিল্পকে কৌশলে হত্যা করা হচ্ছে। পাশাপাশি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ায় নকল সিগারেটেরও দাম বাড়ছে আর সরকার রাজস্ব হারাচ্ছে।

তামাক শিল্পে অবিলম্বে ৪০ শতাংশ মনোপলি আইন কার্যকর করা, একচেটিয়া বিদেশি তামাকের বাজার হটিয়ে দেশি তামাক শিল্পে প্রতিযোগিতামূলক আইনের সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানিয়েছে চাষিরা।

আলমগীর হান্নান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।