নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স
এক যুগ ধরে বন্ধ অপারেশন থিয়েটার
সব ধরনের যন্ত্রপাতি থাকার পরও শুধু বিশেষজ্ঞ সার্জনের অভাবে একযুগ ধরে বন্ধ রয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। এতে বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এজন্য গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।
সরেজমিন নলছিটি হাসপাতালে দেখা গেছে, অপারেশন থিয়েটার সংশ্লিষ্ট বেশ কয়েকটি কক্ষে তালা ঝুলছে। মূল কক্ষে দেওয়া হচ্ছে করোনা টিকা। জরুরি প্রসূতি সেবাসহ (ইএমওসি) সব ধরনের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে উপজেলার সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মৃত্যুঝুঁকিসহ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন প্রসূতি মায়েরা।
সংশ্লিষ্টরা বলছেন, জরুরি প্রসূতি সেবা কেন্দ্রটি চালু থাকলে প্রসূতি মায়েরা বিনা খরচে নিরাপদে এখান থেকে চিকিৎসা নিতে পারতেন। মাসে ২০ থেকে ২৫টি সিজারিয়ান অপারেশন করা যেত। উপজেলা পর্যায়ে অসহায় ও দরিদ্র রোগীদের বিনা খরচে সিজারিয়ান অপারেশন করানোর একমাত্র ভরসা ছিল নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স।
আরও পড়ুন: চিকিৎসকদের রাজনীতি-টাকার পেছনে ছোটা কাম্য নয়: প্রধানমন্ত্রী
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ সার্জন ডা. মাহবুবুর রহমান ও অ্যানেস্থেসিয়া চিকিৎসক ২০০৯ সালের জুলাই মাসে বদলি হয়ে যান। এরপর কোনো বিশেষজ্ঞ সার্জন ও অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এ অবস্থায় সিজারিয়ান অপারেশন প্রয়োজন এমন প্রসূতিদের নিতে হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আবার ক্লিনিক গেলে সার্জনের অপারেশন চার্জ, ওষুধ ও ক্লিনিক ভাড়াসহ ২০ থেকে ৩০ হাজার টাকা গুনতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন অসহায় ও দরিদ্র রোগীরা।
স্থানীয় বাসিন্দা জসিম হাওলাদার বলেন, অপারেশন থিয়েটারের কার্যক্রমসহ জরুরি প্রসূতি সেবা ফের চালু করা জরুরি হয়ে পড়েছে। এ সেবা বন্ধ থাকায় এলাকাবাসীর শুধু টাকা অপচয় হচ্ছে না, প্রসূতি মায়েরা প্রাণ পর্যন্ত হারাচ্ছেন।
আরও পড়ুন: প্রয়োজনের অর্ধেক ওষুধ কিনছেন রোগী
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন বলেন, আমি এখানে যোগদানের পর জেনারেল সার্জন, গাইনি সার্জন, অর্থোপেডিক্স সার্জনসহ কোনো বিশেষজ্ঞ সার্জন না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলাম। তবে বিষয়টির এখনো সমাধান হয়নি।
ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যার বিষয়টি আমি জানতে পেরেছি। যথাসম্ভব সমাধানের চেষ্টা করা হবে।
আতিকুর রহমান/এসআর/জেআইএম