শত্রুদের দেওয়া বিষে মরে ভেসে উঠলো ৫ লাখ টাকার মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১১:০৯ এএম, ০৩ মার্চ ২০২৩

পূর্ব শত্রুতার জেরে জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৩ মার্চ) সকালে উপজেলার ছাতারিয়া দক্ষিণ পাড়া গ্রামের ওই পুকুরে মাছ মরে ভেসে উঠে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, তিন মাস আগে ওই গ্রামের মৃত সিরাজ আলী মণ্ডলের ছেলে বেল্লাল হোসেনসহ ৯ জন মিলে তিনবিঘা জমিতে বিভিন্ন জাতের মাছ চাষ করেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বিষ দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বেল্লাল হোসেন পুকুরপাড়ে গিয়ে দেখতে পান প্রায় সব মাছ মরে ভেসে উঠছে।

আরও পড়ুন: শত্রুতার জেরে পুকুরে বিষ, মরে ভেসে উঠলো ২ লাখ টাকার মাছ

বেল্লাল হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মাসুদ, রব্বানী, রশিদ, বিপুল, আল আমিনের সঙ্গে পারিবারিক বিবাদ চলে আসছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের জেলও খাটান তারা। কয়েকদিন আগে জেল থেকে মুক্তি পান। এরই ধারাবাহিকতায় রাতে তারাই পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেন।

jagonews24

বেল্লালের ভাতিজা জনি বলেন, তিন মাস আগে বেল্লাল হোসেনসহ কয়েকজনে তিনবিঘা জমিতে মাছ চাষ শুরু করেন। মাছগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। কিন্তু পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য জানান, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগীদের এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নিতে বলেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।