ক্রিকেটের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ নামটা ছড়িয়ে যাচ্ছে: পাপন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৪ মার্চ ২০২৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ নামটা ছড়িয়ে যাচ্ছে। এটাই আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়।

শনিবার (৪ মার্চ) দুপুরে কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পাপন বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশ নামটা আরও উজ্জ্বল করতে হবে। খেলাধুলাই একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে দেশের সুনাম বিশ্বে দ্রুত ছড়িয়ে দেওয়া যায়। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেন এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকে, যেন বন্ধ না হয়ে যায়।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে সুপরিচিতি লাভ করেছে। এর একটিমাত্র মাধ্যম হলো খেলাধুলা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন প্রমুখ।

পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রাজীবুল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।