মানিকগঞ্জে পাম্প মালিকের ১৫ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৯ মার্চ ২০২৩

মানিকগঞ্জে দিনদুপুরে পেট্রল পাম্প মালিকের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের নয়াকান্দি ব্রিজের কাছে এ ঘটে।

মিলন’স ফিলিং স্টেশনের মালিক সোহবার হোসেন জানান, পাম্পের তেল বিক্রয়ের ১৫ লাখ টাকা নিয়ে নিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেলে করে ৫-৬জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপর মারধর করে ১৫ লাখ টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান টাকা ছিনতাইয়ে ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ী অভিযোগ আমলে নিয়ে আসামীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

বি.এম খোরশেদ/আর এইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।