ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৯ মার্চ ২০২৩

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভাঙ্গামুখী প্রচেষ্টা পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রী ছাউনির কাছাকাছি পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের যাত্রী স্বপন মিয়া (৪৫) বলেন, ‌‘ইঞ্জিন কভারে ধোঁয়া দেখে যাত্রীরা চালককে বাস থামাতে বলেন। কিন্তু তিনি গ্রাহ্য করেননি। পরে মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। আমার মতো অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন।’

শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা বলেন, প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।