নারায়ণগঞ্জ

চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৫০ এএম, ১২ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউসুফ (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) ভোরে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, মাহবুব (২৪), কাউছার (২২) ও আমিন (২৩)। তারা একই মালিকের ইজিবাইকচালক।

নিহত ইউসুফ নোয়াখালীর কমলনগর থানার কালকিনি গ্রামের মৃত. আলী হোসেনের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার সুমনের ইজিবাইক ভাড়ায় চালাতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, থানার এসআই আনোয়ার হোসেন ফোর্স নিয়ে কাশিপুর এলাকায় রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তিন ব্যক্তি একটি ব্যাটারিচালিত ইজিবাইক ধাক্কা দিয়ে ঠেলে নেওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় একপর্যায়ে তাদের মহাজনকে ডাকতে বলা হয়।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর তাদের মহাজন সুমন এসে জানান, এই তিনজন তার গাড়ি চালান তবে এই গাড়ি নয়। তখন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, চালককে খুন করে চর কাশিপুর সড়কের পাশে ফেলে রেখে এসেছেন। পরে আটক তিনজনের দেখানো স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।