নারায়ণগঞ্জে ছয়তলা ভবনে বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১২ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয়তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১২ মার্চ) রাতে ফতুল্লার মাসদাইর এলাকার এমএস টাওয়ারের ছয়তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুসহ এক নারী দগ্ধ হয়েছেন। আহতরা হলেন গৃহবধূ কুলসুম আক্তার ও তার শিশুপুত্র খালিদ (৩)। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

jagonews24

স্থানীয়রা জানান, মাগরিবের পর এমএস টাওয়ারের ছয়তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গৃহবধূ কুলসুম আক্তার ও তার শিশুপুত্র খালিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুউদ্দিন বলেন, বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে বলা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।