নোয়াখালীতে হাজী বিরিয়ানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৩ মার্চ ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ-মাংসের রক্তমাখা ফ্রিজে বোরহানি রাখায় ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামের এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১১০ লিটার বোরহানি ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে চৌমুহনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।

তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে চৌমুহনী হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশসহ মাছ-মাংসের রক্তমাখা ফ্রিজে বিক্রির জন্য রাখা ১১০ লিটার বাসি বোরহানি পাওয়া যায়। পরে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বোরহানিগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানের সময় ভোক্তা অধিকারের কর্মকর্তারা ছাড়াও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।