‘ফুঁ’ দিয়ে টাকা ছিনতাই!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

‘ফুঁ’ দিয়ে টাকা ছিনতাই চক্রের আবির্ভাব ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরে। এই অপকৌশলে এক সপ্তাহে দুই নারীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৭৮ হাজার টাকা। তবে পুলিশের খাতায় কোনো অভিযোগ না থাকায় প্রতারকরাও রয়েছে ধরা-ছোঁয়ায় বাইরে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজনগরের পারভীন বেগমের (৫০) ভাসুরের ছেলে ওমান থেকে পারভীনের একাউন্টে টাকা পাঠান। জনতা ব্যাংকের রাজনগর শাখা থেকে ৫০ হাজার টাকা তোলেন তিনি। টাকা নিয়ে ব্যংকের নিচে আসতেই এক ব্যক্তি পারভীন বেগমের টাকা ‘ফুঁ’ দিয়ে দ্বিগুণ করে দেওয়ার কথা বলে ৫০ হাজার ৭০০ টাকা নিয়ে যান। ৬ দিন আগেও এমন ঘটনা আরও একবার ঘটে।

প্রতারণার শিকার পারভীন বেগম জাগো নিউজকে বলেন, ব্যাংক থেকে নামার পর তার সঙ্গে কুশল বিনিময় করেন এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি তার আধ্যাত্মিকতার কথা বলে ‘ফুঁ’ দিয়ে টাকা দ্বিগুণ করে দেবেন বলে জানান। এভাবে তিনি অনেকের টাকা দ্বিগুণ করে দিয়েছেন বলে একটি ব্যাগ আনতে তাকে পাশের দোকানে পাঠান। সেখান থেকে আসার পর ব্যাগে টাকা মুড়িয়ে দিয়েছেন বুঝিয়ে তাকে বাড়ি চলে যেতে বলেন ওই প্রতারক। বাজারের এক ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে পারভীন বেগম দেখেন তার ব্যাগে টাকা নেই। টাকা হারিয়ে রাজনগর বাজারে জনতা ব্যাংকের নিচে তিনি বিলাপ করতে থাকেন।

এদিকে একই বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে গত বৃহস্পতিবার সকালে একই কায়দায় রাজনগর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামের খেলা বেগমের ২৮ হাজার টাকা নিয়ে যায় এক প্রতারক।

পরপর দুটি ঘটনায় রাজনগরের ব্যবসায়ী ও ব্যাংকে যাতায়াতকারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

তারা বলছেন, অভিনব প্রতারক চক্রের আবির্ভাব ঘটেছে মৌলভীবাজারের রাজনগরে। এদের প্রতারণা টের পাওয়া যায় না। তারা এ পর্যন্ত ৭৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

জনতা ব্যাংকের নিচে অবস্থিত মুদি দোকানি সবুজ জাগো নিউজকে বলেন, প্রতারক চক্রের সদস্যরা খুবই কৌশলী। এদের সন্দেহ করা যায় না। এরা অভিনব পদ্ধতি নিয়ে কাজে নেমেছে। আমরা ব্যবসায়ীরা আতঙ্কে আছি।

ব্যবসায়ী আব্দুস শহীদ বলেন, এরা নারীদের টার্গেট করেছে। তাদেরকে বিচলিত করে মুহূর্তে দ্বিগুণ টাকার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বিভিন্ন জন এমন কথা বলছেন শুনছি। কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল আজিজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।