রেলওয়ের নিরাপত্তা কর্মীর ২ দিনের রিমান্ড


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০২ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

স্বর্ণ লুটের অভিযোগে আটক রেলওয়ের নিরাপত্তা কর্মী মেজবাহ উদ্দিনের ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বুধবার সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালত শুনানি শেষে ২দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম জিআরপি থানার অফিসার ইনচার্জ হিমাংশু দাশ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বর্ণ লুটের ঘটনায় আরএনবির হাবিলদার মেজবাহকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ঘটনার রহস্য উদঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ করা খুবই জরুরি বলে মনে করেন তিনি।’

এদিকে সোমবার রাতে বিশ্বকর্মা বুলিয়নের মালিক স্বর্ণ ব্যবসায়ী বিধান ধর মেজবাহর নাম উল্লেখ করে দু’জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এরপর মেজবাহকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাহাড়তলী রেল স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ফাঁড়িতে নিয়ে ডিবি পরিচয়ে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি গলানো স্বর্ণের পাত ছিনিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে।

এসময় সেখানে ফাঁড়ির ইনচার্জ আরএনবির হাবিলদার মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। স্বর্ণের দোকানের কর্মচারীদের অভিযোগ, হাবিলদার মেজবাহর সহায়তায় ডিবি পরিচয়ে তল্লাশির নামে এসব স্বর্ণ ছিনতাই করা হয়েছে।

জীবন মুছা/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।