৭ বছর ধরে সৎমেয়েকে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৩

রাঙ্গামাটির কাউখালীতে সৎমেয়েকে (২০) ধর্ষণের অভিযোগে রাজু বিকাশ তঞ্চঙ্গ্যা (৪২) নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়ের ছোট পাগলী পাড়ায় কার্বারি (গ্রাম প্রধান) সালিশ বৈঠক থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার রাজু বিকাশ তঞ্চঙ্গ্যা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ছোট পাগলী পাড়া এলাকার মৃত জয়লাল তঞ্চঙ্গ্যা ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে রাজু বিকাশ তঞ্চঙ্গ্যার সঙ্গে ভিকটিমের মায়ের দ্বিতীয় বিয়ে হয়। সাত বছর আগে ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সৎবাবার প্রথম লালসার শিকার হয় মেয়েটি। এরপর থেকে বিভিন্ন সময়ে পাশবিক নির্যাতন চলতে থাকে। কিশোরীর মা এতে বাধা দিলে তাকে মারধর করেন রাজু বিকাশ। বিষয়টি নিয়ে সালিশ চলাকালীন বুধবার তাকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামীর নামে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।