মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো বিমানবাহিনীর সার্জেন্টের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৬ মার্চ ২০২৩
ফাইল ছবি

নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন (৩৯) নামের বিমানবাহিনীর এক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সার্জেন্ট পদে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সাতদিনের ছুটিতে বাড়ি আসেন আনোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হন। রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল-আকসা মসজিদের সামনের সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।