সোনারগাঁয়ে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ললাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জাগো নিউজকে বলে, অটোরিকশাটি যাত্রী নিয়ে নয়াপুর এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস