রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৭ মার্চ ২০২৩

রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরের প্রবেশমুখ মানিকছড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী কামাল হোসেন জানান, সকলে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে পিকনিকে এসেছি। ফেরার পথে বাসচালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

তিনি আরও বলেন, গাড়িচালক ফেরার আগেও দুই জায়গায় অ্যাকসিডেন্ট করেছে। তারা সকলে মদ্যপান অবস্থায় ছিলেন।

রাঙ্গামাটির ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়েরহাউজ ইন্সপেক্টর বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছি। প্রথমে গাড়ির নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করি। পরে সড়ক ও জনপদের এসকেভেটর দিয়ে আরও একটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম জানান, হতাহতদেরও উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাইফুল উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।