কুমিল্লায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৪১ এএম, ০৩ মার্চ ২০১৬

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩ হাজার ২শ’ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ নাসির এবং নুরুল আফসারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে কুমিল্লাস্থ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি অপারেশন দল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর গ্রামে ওই অভিযান চালায়। রাত পৌনে ১২টায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটকরা হলেন- একই উপজেলার রাউফুল গ্রামের জহিরের ছেলে নাসির (২৮) এবং মরিচা গ্রামের মনির আহাম্মদের ছেলে নুরুল আফসার খোকন (৩২)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি অপারেশেন দল মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর গ্রামের ফয়েজ পাটোয়ারী বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির এক ভাড়াটিয়ার ঘর থেকে ৩ হাজার ২শ’ ইয়াবা ও মাদক বিক্রির ১ হাজার ১৬০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার বলে র‌্যাব জানিয়েছে। এ বিষয়ে মনোহরগঞ্জ থানায় মামলা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।