ভোমরা বন্দরে সোনার ৬ বারসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৭ মার্চ ২০২৩

ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ৬০০ গ্রাম ওজনের সোনার ছয়টি বারসহ শুভংকর কুমার পাল (২৫) নামের যুবককে গ্রেফতার করেছে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ভোমরা শুল্ক স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুভংকর কুমার পাল নড়াইলের কালিয়া থানার মাওলি গ্রামের বিকাশ কুমার পালের ছেলে।

ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা শুক্রবার দুপুর দেড়টার দিকে ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় শুভংকর কুমার পালকে তল্লাশী করে ছয়শ গ্রাম ওজনের সোনার ছয়টি বার জব্দ করা হয়। জদ্ধকৃত সোনার মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাজরিহা হোসাইন জাগো নিউজকে বলেন, শুভংকর কুমার পাল পাসপোর্টধারী যাত্রী। তিনি ভারতে যাওয়ার জন্য ভোমরা শুল্ক স্টেশন এলাকায় অবস্থান করছিলেন। কাস্টমে ঢোকার আগ মুহূর্তে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা সোনার ছয়টি বারসহ তাকে গ্রেফতার করে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।