কুয়াকাটায় সাপুড়ের কাছ থেকে উদ্ধার সাপ বনে অবমুক্ত
পটুয়াখালীর কুয়াকাটায় তিন প্রজাতির পাঁচটি সাপ উদ্ধার করে অবমুক্ত করেছ অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। রোববার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুরবনে এসব সাপ অবমুক্ত করা হয়।
অবমুক্ত করা সাপগুলোর মধ্যে সাত ফুট লম্বা পদ্ম গোখরা তিনটি, ৬ ফুট লম্বা একটি ও একটি বার্মিজ অজগর। যার দৈর্ঘ্য প্রায় ১০ ফুট।
আরও পড়ুন: খাবারের সন্ধানে লোকালয়ে হরিণ, বনে অবমুক্ত
এসময় অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, বায়েজিদ ও মহিপুর বন বিভাগের কর্মীরা।
এর আগে দুপুরে কলাপাড়ার মহিপুরের পাইকবাড়ি এলাকায় এক সাপুড়ে নিয়ে খেলা দেখাচ্ছিলেন। এমন খবর পেয়ে বনবিভাগ ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা সেখান থেকে সাপগুলো উদ্ধার করে।
পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা সাপগুলো উদ্ধার করেছে। বন্যপ্রাণী সংরক্ষণে তৎপর রয়েছে বন বিভাগ।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম