অটোরিকশাচালকের হামলায় শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। এ ঘটনায় কামারচাক ইউনিয়নের কড়াইয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী তুহিন আহমদ (১৫) আহত হয়।
বুধবার (২২ মার্চ) দুপুরে এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে অটোরিকশাচালকদের বাগবিতণ্ডা হয়। এসময় চালকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে এসএসসি পরীক্ষার্থী কড়াইয়া গ্রামের লেচু মিয়ার ছেলে তুহিন আহত হয়। তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে চিকিৎসাধীন আছে।
কামারচাক এলাকার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র আলীম আল মুনিম জাগো নিউজকে বলেন, সিএনজিচালকরা শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত ভাড়া চাওয়ায় তারা দিতে রাজি হয়নি। এসময় শিক্ষার্থীদের সঙ্গে চালকরা অসদাচরণ করে ও হামলা চালায়। এ ঘটনায় তুহিন নামে এক শিক্ষার্থী আহত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ঘণ্টাখানেক তারাপাশা-শমশেরনগর সড়ক অবরোধ করে রাখে। এসময় গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে তারা সমাবেশ করে এই ঘটনার বিচার দাবি করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমরেন্দ্র দাশ জাগো নিউজকে বলেন, কড়াইয়া এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন ১৫ টাকায় তাদের বাড়ি যাওয়া-আসা করে। হঠাৎ গাড়ি চালকরা ২০ টাকা ভাড়া চাওয়ায় শিক্ষার্থীরা মেনে নিতে পারেনি। এ ঘটনার জের ধরেই তাদের ওপর হামলা হয়েছে। বুধবার শিক্ষার্থীরা এর প্রতিবাদে সড়ক অবরোধ ও সমাবেশ করে বিচার দাবি করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। পরে শিক্ষার্থীরা বিদ্যালয় ক্যাম্পাসে ফিরে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছাত্রদের প্রতিষ্ঠানের ভেতর ফিরিয়ে নেওয়া হয়।
আব্দুল আজিজ/এমআরআর/এএসএম