পরিচয় লুকিয়ে কারখানায় কাজ করছিলেন সাজাপ্রাপ্ত আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৪ মার্চ ২০২৩
র‌্যাবের হাতে গ্রেফতার হন সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন আরাফাত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর সেন্টু হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইয়াছিন আরাফাতকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৫ বছর নাম-পরিচয় লুকিয়ে তিনি পোশাক কারখানায় কাজ করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি পোশাক কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি ইয়াছিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মধ্যম একলাশপুর গ্রামের মৃত মো. আক্তারুজ্জামানের ছেলে।

র‌্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি ইয়াছিন আরাফাত ২০০৬ সালের আলোচিত সেন্টু হত্যার অন্যতম আসামি। হত্যাকাণ্ডের পর গ্রেফতার হয়ে আড়াই বছর কারাভোগ করেন। পরে জামিনে বেরিয়ে দীর্ঘদিন পলাতক রয়েছেন। র‌্যাব অভিযান চালিয়ে ইয়াছিনকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে। নাম-পরিচয় গোপন করে তিনি সেখানকার একটি পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার কারাগারে পাঠানো হবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।