নারায়ণগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবককে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত যুবকের নাম আবির হোসেন (২২)।
শনিবার (২৫ মার্চ) রাতে মণ্ডলপাড়া এলাকার র্যালি বাগানের গলি ও গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। আহত আবির হোসেন র্যালি বাগান এলাকার আক্তার হোসেনের ছেলে। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ৪০-৫০ জন যুবক অস্ত্রসহ মণ্ডলপাড়া পুলে যায়। এসময় তারা দুই ভাগে বিভক্ত হয়ে এক গ্রুপ র্যালি বাগানের গলির সামনে অবস্থান নেয়। আরেক গ্রুপ গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে ভেতর দিয়ে প্রবেশ করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন সামনে যাকে পেয়েছে তাকেই কুপিয়ে আহত করেছে। কিছুক্ষণ পর র্যালি বাগানের ভেতর থেকে আরেক দল বাইরে এসে তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে।
মণ্ডলপাড়া এলাকার কামাল হোসেন বলেন, মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই যুবকদের হাতে রামদা, ছোড়া, চাপাতি ও অস্ত্র ছিল। তারা র্যালি বাগানের গলির ভেতরে প্রবেশের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন ভয়ে আশপাশের মানুষ নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। আশপাশের দোকানিরা সাটার লাগিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে শান্ত হয় পরিস্থিতি।
আহত আবিরের মা আমেনা বেগম বলেন, শুক্রবার রাতে আবির সেহরি খাওয়ার পর ঘরের বাইরে বের হয়। ওই সময় র্যালি বাগানের ভেতরে মাদক বিক্রি করতে যায় জিমখানার তানভীর সোহেল, আকাশ, আল আমিন, শহিদুল ও হাবু। তখন তাদের সামনে পড়ে যায় আবির। তারা আবিরকে মাদক বিক্রি করতে বলে। এসময় তাদের এলাকা থেকে বেড়িয়ে যেতে বলায় আমার ছেলেকে মারধর করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সন্ধ্যায় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এরপর রোববার রাত ৯টার দিকে জিমখানার শাহ আলম ও তানভীরসহ অর্ধশত লোক অস্ত্র নিয়ে র্যালি বাগানে হামলা করে। আমার বাড়িঘর ভাঙচুরসহ ছেলেকে কুপিয়ে আহত করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, মণ্ডলপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সেখানে কাজ করছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/