মেয়াদোত্তীর্ণ খেজুর ও পোড়া তেল ব্যবহার, ৯ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২৬ মার্চ ২০২৩

মেয়াদোত্তীর্ণ খেজুর, ইফতারিতে পোড়া ভোজ্যতেল ব্যবহার, দামে গড়মিলসহ বেশ কয়েকটি অপরাধে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ব্যবসায়ীদের ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুরের ভাঙ্গায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাঙ্গা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: ‘ভেজাল খাবারে ৪৫ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভাঙ্গা বাজারে বিভিন্ন ফল বিক্রেতাকে মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার অপরাধে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে বাজার মূল্যতালিকা ও বিক্রয় মূল্যের ভাউচারে দামের সাদৃশ্য না থাকা, খাবার ও ইফতার সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানে খাবারের মান ও পোড়া ভোজ্যতেল ব্যবহার করা, এছাড়া অপরিচ্ছন্ন থাকার অপরাধে মোট ৯টি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদল হাসান জাগো নিউজকে বলেন, রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিং বৃদ্ধি করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে এবং ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়। আমাদের এই অভিযান রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।