ইজারার টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৬ মার্চ ২০২৩

কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশা স্ট্যান্ডের ইজারার (জিপি) টাকা নিয়ে দ্বন্দ্বে আবুল কাসেম (৩৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার আগে নিহতের বড় ভাইকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

শনিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার শিকারপুর মালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম উপজেলার ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে।

আরও পড়ুন: জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

নিহতের বড় ভাই সিএনজি অটোরিকশাচালক আবুল কালাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আমি নিমসার বাজারে অটোরিকশা নিয়ে যাই। এসময় স্ট্যান্ডের ইজারার টাকার জন্য সায়েদুল, মিজান, বাকিরসহ ৫-৬ জন আমার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেল ৩টায় ছোট ভাই আবুল কাসেম আমাকে দেখতে হাসপাতালে যায়। পরে বাড়ি ফেরার পথে উপজেলা শিকারপুর মালিবাড়ি এলাকায় পৌঁছালে তারা আমার ভাইকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবককে কুপিয়ে আহত

এদিকে আবুল কাসেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন নিমসার-কংশনগর আঞ্চলিক সড়ক অবরোধ করে মরদেহ নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী জাগো নিউজকে জানান, স্থানীয়রা মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে পুলিশের উপস্থিতিতে বিচারের আশ্বাসে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন: মাড়াইকলে চাপা পড়ে প্রাণ গেলো চালকের

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসলাম হোসেন বলেন, জিপির টাকা নিয়ে আবুল কাসেম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পেয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।