কুমিল্লায় সম্মাননা পেলেন ১৩ গুণী সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০১ এএম, ২৬ মার্চ ২০২৩

কুমিল্লায় ১৩ গুণী সাংবাদিককে আপনজন সন্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার আয়োজনে তাদের সন্মাননা প্রদান করা হয়।

শনিবার (২৫ মার্চ) বিকেলে নগরীর রাজগঞ্জ এলাকার ক্যাপসিকাম পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার জেলা শাখার ২০২৩-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল।

সংগঠনের সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, কুমিল্লার সান মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আব্দুল লতিফ বক্তব্য রাখেন।

সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা প্রেস ক্লাব ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূর উর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক আলী আকবর মাছুম, দৈনিক ডাক প্রতিদিন সম্পাদক অধ্যক্ষ সফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন- দেবিদ্বার উপজেলার এ বি এম আতিকুর রহমান বাশার। লাকসাম উপজেলার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। দাউদকান্দি উপজেলার হাবিবুর রহমান হাবিব। হোমনা উপজেলা থেকে এটিএম মোর্শেদুল ইসলাম শাজু। নাঙ্গলকোট উপজেলার মজিবুর রহমান মোল্লা। মুরাদনগর উপজেলার শাহ আলম জাহাঙ্গীর। ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে সৈয়দ আহাম্মদ লাভলু। বুড়িচং উপজেলার সাংবাদিক মোসলেহ উদ্দিন। চৌদ্দগ্রাম উপজেলার এম এ কুদ্দুস। চান্দিনা উপজেলার রিপন আহমেদ ভূঁইয়া, বরুড়া উপজেলা থেকে মোহাম্মদ মাসুদ মজুমদার, মেঘনা উপজেলার মাহমুদুল হাসান বিপ্লব সিকদার এবং তিতাস উপজেলার নাজমুল করিম ফারুক।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।