প্রধানমন্ত্রীর উপহার ল্যাপটপ পেলেন প্রাথমিকের ১৯ শিক্ষক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৭ মার্চ ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার অংশ হিসেবে প্রথম ধাপে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ। এতে প্রাথমিকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত হবে।

পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলায় ক্যানসার আক্রান্ত চারজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।