গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৮ মার্চ ২০২৩
ফাইল ছবি

সুনামগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুক্কুর মিয়া (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শুক্কুর মিয়া তার গুরুকে ঘাস খাওয়ানোর জন্য গ্রামের পাশে ধানক্ষেতে নিয়ে যান। এসময় নায়েব আলী তাকে নিষেধ করেন। একপর্যায়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পাশে থাকা নায়েব আলীর চার ছেলে ময়না মিয়া, লিটন মিয়া, আনোয়ার হোসেন ও আইনুল মিয়া শুক্কুরের ওপর হামলা চালান।

খবর পেয়ে শুক্কুর মিয়ার লোকজন ঘটনাস্থলে গেলে দুইপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। পরে আহত অবস্থায় শুক্কুর মিয়াকে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

লিপসন আহমেদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।