রেলস্টেশনের পাশে পরিত্যক্ত বস্তায় মিললো ৮ তলোয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৯ মার্চ ২০২৩
পরিত্যক্ত বস্তায় পাওয়া দেশীয় অস্ত্র

নোয়াখালী পৌরসভার মাইজদী রেলস্টেশনের পাশ থেকে পরিত্যক্ত বস্তায় ৮টি তেলোয়ারসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টায় অস্ত্রগুলো জব্দ করা হয় বলে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে রেলস্টেশন এলাকায় অস্ত্রসহ বহিরাগত লোকজনের উপস্থিতির খবরে অভিযান চালায় ডিবি। টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া বস্তায় অস্ত্রগুলো পাওয়া যায়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর বা অসংলগ্ন কাউকে সন্দেহজনকভাবে দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করছি।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।