অনুপ্রবেশের দায়ে কারাভোগ, দেশে ফিরলেন ৩ ভারতীয় নাগরিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৯ মার্চ ২০২৩

অনুপ্রবেশের পাঁচ মাস পর ভারতীয় তিন নাগরিককে দেশে পাঠানো হয়েছে। বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে আখাউড়া চেকপোস্ট দিয়ে তাদের ভারতে পাঠানো হয়।

তারা হলেন- ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার দেবীপুর এলাকার রামু দেববর্মা, সনীল দেববর্মা ও স্বপন দেববর্মা।

এসময় আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, এএসআই দেওয়ান মোর্শেদুল হক, ভারতের আগরতলা পশ্চিম থানার এএসআই মিলন দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তিন ভারতীয় নাগরিক আটক 

ইমিগ্রেশন সূত্র জানায়, গত বছরের ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করেন তারা। এসময় তাদের বিজিবি আটক করে কসবা থানায় হস্তান্তর করে। পরে আদালত অনুপ্রবেশের দায়ে তাদের পৃথকভাবে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা আর্থিক দণ্ডাদেশ প্রদান করেন।

এরপর থেকে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি মাধ্যমে আইনি পক্রিয়া শেষে দীর্ঘ পাঁচ মাস পর তাদের ভারতের ত্রিপুরায় ফেরত পাঠানো হয়।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, স্থলবন্দরের শূন্যরেখায় আগরতলা পশ্চিম থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছি।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।