হরিণের রান্না করা মাংসসহ দুই শিকারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ৩০ মার্চ ২০২৩

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, তাজা ও রান্না করা মাংসসহ দুই হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে কোবাদক স্টেশনের নিয়ন্ত্রণাধীন সাপখালী খাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারি গ্রামের মজিবার (৫২) ও একই এলাকার ময়নদ্দিন (৪০)।

কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের সাপখালী খালের ভারানীতে অভিযান চালাই। ঘটনাস্থল থেকে ফাঁদ পাতা অবস্থায় দুজনকে আটক করি। তবে এসময় তাদের সঙ্গে থাকা অন্য লোকজন পালিয়ে যায়। পরে সেখানে থাকা শিকারিদের নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের রান্না করা মাংস, চারটি পা, একটি মাথা, এক বস্তা হরিণ মারা ফাঁদের দড়ি জব্দ করতে সক্ষম হয়েছি।

পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষণ ইকবাল হোছাইন চৌধুরী জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে। তাদের সঙ্গে থাকা অন্য চোরা শিকারিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, সুন্দরবন আমাদের প্রাকৃতিক সম্পদ, দেশের ঐতিহ্য। পশ্চিম সুন্দরবনকে সংরক্ষিত রাখতে সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের প্রত্যেকটি অফিস ও প্রত্যেক সদস্য সর্বদা সোচ্চার। আমাদের প্রতিটি অফিসে প্রতিদিন স্বাভাবিক টহল কার্যক্রম অব্যাহত আছে।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।