সুনামগঞ্জে চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু
সুনামগঞ্জের সদর হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বৈকালিক সেবা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
সুনামগঞ্জের পাশাপাশি দেশের ১২টি জেলা ও ৩৯টি উপজেলায় প্রাতিষ্ঠানিক এ স্বাস্থ্যসেবা চালু হলো। এতে সেবা কার্যক্রম আরও বেগবান হলো বলে মনে করছেন স্থানীয়রা।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালের হলরুমে আয়োজন করা হয় মতবিনিময় সভা। সভা শেষে ডক্টর চেম্বারে বেশ কয়েকজন রোগীকে সেবা দেন চিকিৎসকরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক আনিসুর রহমান, আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, বিষ্ণু প্রসাদ চন্দ প্রমুখ।
প্রতিদিন তিনজন করে চিকিৎসক বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪৫ জন রোগীকে নির্ধারিত ফির মাধ্যমে সেবা দেবেন। এসময় হাসপাতালের সরকারি প্যাথলজি ও রেডিওলজি বিভাগ খোলা থাকবে।
লিপসন আহমেদ/এসআর/এমএস