নওগাঁয় ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ আটক ৭


প্রকাশিত: ০৫:০১ এএম, ০৫ মার্চ ২০১৬

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ ৭জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিষা ইউনিয়নের বৈঠাখালি গ্রাম থেকে মাতাল অবস্থায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার ইসলামগাতি গ্রামের আলহাজ্ব ফয়েজ উদ্দিনের ছেলেচেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান (৪৫), আলতাফ হোসেন (৪০), মহিদুল ইসলাম (৪০), আব্দুর রশিদ (৩৫), রহিদুল ইসলাম (৩৯), আব্দুর রাজ্জাক (৩৫) এবং শ্রী রনজিত দাস (৪০)।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসুদ চৌধূুরী জানান, বৈঠাখালি গ্রামে শুক্রবার রাতে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানসহ তার সহযোগীরা মদ পান করে রাস্তায় মাতাল অবস্থায় ঘোরাঘুরি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য ১৯৯০ এর (২৬) ধারায় একটি মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা হাজতে পাঠানো হবে।

আব্বাস আলী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।