ভাগাড়ে মিললো নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ৩১ মার্চ ২০২৩

জামালপুর পৌর শহরের গেইটপাড় এলাকার একটি ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) রাতে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে শহরের গেইটপাড় এলাকায় জামালপুর-তারাকান্দি রেললাইন সংলগ্ন একটি ময়লার স্তূপে ওই নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।