হাওরবাসীর জীবন পাল্টেছে উপজেলা মাল্টিপারপাস সেন্টার

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপারে স্থানীয়দের জীবনমান উন্নয়নে নির্মাণ করা হয়েছে নান্দনিক মাল্টিপারপাস সেন্টার। কোটি টাকা ব্যয়ে মাল্টিপারপাসে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেকার তরুণ-তরুণীদের। সেইসঙ্গে এটি চালু হওয়ায় সহজে উন্নত নাগরিকসেবা পেয়ে খুশি হাওরপারের মানুষ।

জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সদরের টিএনটি অফিসের সামনে ৬০ শতক জায়গার ওপর কোটি টাকা ব্যয়ে উপজেলা মাল্টিপারপাস সেন্টার নির্মিত হয়েছে। সেন্টারটিতে কম্পিউটার ক্লাব ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, পাবলিক লাইব্রেরি, ল্যাংগুয়েজ ক্লাব, নারী উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার (প্রদর্শনী কেন্দ্র), শিশু একাডেমী, মিনি শিশু পার্ক, বিউটি পার্লার, সেলুন, জিমনেসিয়াম (ব্যায়ামাগার), রেস্তোরাঁ, মার্কেট এরিয়া ও অ্যাম্পিথিয়েটার রয়েছে। এমনকি সেন্টারটির সামনে নির্মাণ করা হয়েছে সৌন্দর্য্যবর্ধনে পানির ফোয়ারা, ভাস্কর্য, ফুলের বাগান, কারুকার্য ও রাতের সৌন্দর্য্য উপভোগ করার জন্য দৃষ্টিনন্দন লাইটিং।

jagonews24

এটি চালু হওয়ায় উপজেলার ৫০ জনেরও বেশি বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সেইসঙ্গে হাওরপারের নারী উদ্যোক্তাসহ শিক্ষার্থী ও যুকবকরা এই সেন্টারে আধুনিক সুযোগ সুবিধা পাবেন বলে আশা করছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলাম সুজন জাগো নিউজকে বলেন, উপজেলা প্রশাসনের মাল্টিপারপাস সেন্টার চালু হওয়ায় উপজেলায় আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং আমাদের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

jagonews24

নারী উদ্যোক্তা শারমিন আক্তার জাগো নিউজকে বলেন, পড়াশুনার পাশাপাশি আমরা এখানে চাকরির সুযোগ পেয়েছি। সত্যি খুব ভালো লাগছে।

স্থানীয় বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় হাওর বিলাস, পাহাড় বিলাসসহ বিভিন্ন পর্যটন স্পটের পর মাল্টিপারপাস সেন্টার চালু হওয়ায় খুশি হাওরপারের বাসিন্দারা।

বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা মাল্টিপারপাস সেন্টার পরিচালনায় গঠনতন্ত্র এবং কমিটি রয়েছে। এখান থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ অর্থ রক্ষণাবেক্ষণ ও ৫০ শতাংশ অর্থ উপজেলা শিক্ষা ফাউন্ডেশনে জমা করা হচ্ছে। উপজেলা শিক্ষা ফাউন্ডেশনটি ২০১২ সালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশন থেকে উপজেলার হাওরপারের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

jagonews24

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদি উর রহিম জাদিদ জাগো নিউজকে বলেন, উপজেলা মাল্টিপারপাস সেন্টার প্রতিষ্ঠায় নারী উদ্যোক্তাদের উপার্জন বৃদ্ধি, তরুণ-তরুণীদের ব্যবসার প্রসার ও নিম্ন আয়ের পরিবারের মানুষদের পারিবারিকভাবে বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও তরুণ ফটোগ্রাফারদের উপার্জনের ক্ষেত্র, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অবকাশ যাপনের একটি শিক্ষাবান্ধব ও বিনোদনমূলক পরিবেশ, জনসাধারণের উন্নত ও স্মার্ট সেবা গ্রহণের সুযোগ, শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ক্ষেত্র সৃষ্টি হয়েছে।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ জাগো নিউজকে বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কথা দিয়েছিলাম এই অবহেলিত বিশ্বম্ভরপুর উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে রূপান্তর করবো। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, মাল্টিপারপাস সেন্টার হওয়ায় উপজেলার জনসাধারণের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। তরুণ সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখছে।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।