পরকীয়ায় ভেঙেছে সংসার, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের দাবিতে আল-আমিন (২২) নামের এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। তরুণীর দাবি, ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

আল-আমিন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে। তরুণী একই ইউনিয়নের রাউত বাড়ি গ্রামের বাসিন্দা।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে গিয়ে দেখা যায়, প্রেমিক আল-আমিনের বাড়িতে তালা ঝুলছে। আল-আমিনসহ পরিবারের লোকজন পলাতক। সেখানে অনশন করছেন ওই তরুণী। রোববার (২ এপ্রিল) থেকে তিনি অনশন শুরু করেছেন।

তরুণীর ভাষ্যমতে, মাদরাসায় আসা-যাওয়ার সময় আল-আমিন তাকে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন। বিষয়টি পরিবারকে জানালে কয়েক মাস পর পাশের গ্রামের এক ছেলের সঙ্গে তাকে বিয়ে দেন। বিয়ের পরও আল-আমিন উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে আল-আমিনের ফাঁদে পা দেন তিনি। স্বামী বাড়ি না থাকায় আল-আমিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন।

সম্প্রতি বিয়ের প্রলোভনে আল-আমিন তাকে বাগবাড়ি বাসস্ট্যান্ড থেকে তার কর্মস্থল জামালপুরের কথা বলে শেরপুর নিয়ে যান। সেখানে একটি নির্জন বাসায় তিন-চারদিন আটকে রেখে শারীরিক সম্পর্ক করেন। পরে বিয়ের কথা বলে সেখান থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে যান।

ওই তরুণী বলেন, ‘আল-আমিনের সঙ্গে যোগাযোগ করলে জানায়, আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। কিন্তু সে আর প্রস্তাব পাঠায়নি। কয়েকদিন আগে জানতে পারি সে বিয়ে করছে। এ খবর পেয়ে বিয়ের দাবিতে অনশন করছি। ওর কারণে আমার সংসার ভাঙেছে। স্বামী ডিভোর্স দিয়েছে। সে বিয়ে না করা পর্যন্ত আমি এ বাড়ি থেকে যাবো না।’

আল-আমিন ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী মেয়েটি কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।