মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে ইয়াবা বিক্রি
নোয়াখালীতে মোবাইল সার্ভিসিং দোকানে মাদক বিক্রির দায়ে আকবর হোসেন মিরাজ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (২ এপ্রিল) রাতে মাইজদী জনস্বাস্থ্য প্রকৌশলী স্টাফ কোয়ার্টার সংলগ্ন আকবর হোসেন মিরাজের মোবাইল সার্ভিসিং দোকানে এ অভিযান চালানো হয়। সোমবার (৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আকবর হোসেন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে গোপনে ইয়াবা বিক্রির অভিযোগে দোকানে অভিযান চালানো হয়। পরে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ৩০ পিস ইয়াবাসহ দোকান মালিক মিরাজকে আটক করা হয়।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা রুজু করে মিরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম